ঢাকা, রবিবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০১ সেপ্টেম্বর ২০২৪, ২৬ সফর ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে স্বৈরাচার প্রতিরোধ দিবস পালিত

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
শাবিপ্রবিতে স্বৈরাচার প্রতিরোধ দিবস পালিত শাবিপ্রবিতে স্বৈরাচার প্রতিরোধ দিবস পালিত

শাবিপ্রবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্বৈরাচার প্রতিরোধ দিবস পালন করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে বিক্ষোভ মিছিল করেন ওই সংগঠনের নেতা-কর্মীরা।

শাবিপ্রবি ছাত্রফ্রন্টের আহ্বায়ক অপু কুমার দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রসেনজিৎ রুদ্রের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রফ্রন্ট নগর শাখার সাধারণ সম্পাদক রুবাইয়াৎ আহমেদ, বিশ্ববিদ্যালয় শাখার কমিটি সদস্য নাযিরুল আজম বিশ্বাস ও মো. মিয়া।

সমাবেশে বক্তারা একটা গণতান্ত্রিক শিক্ষা ও শিক্ষার সাম্প্রদায়িকীকরণ ও বাণিজ্যকীকরণের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

অপরদিকে দিবসটিকে কেন্দ্র করে ক্যাম্পাসের অর্জুনতলায় দিনব্যাপী তথ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
এএটি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।