ঢাকা, সোমবার, ১৮ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

শিক্ষা

খুলনায় ৯ আলিম পরীক্ষার্থী বহিষ্কার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৭
খুলনায় ৯ আলিম পরীক্ষার্থী বহিষ্কার ছবি-প্রতীকী

খুলনা: খুলনার সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় নয় পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কার হওয়া নয়জন ছাত্রের রোল নম্বর হলো, ১৩৮২৩৮, ১৩৯০৯৪, ১৩৮২২০, ১৩৮৯৯৬, ১৩৮২১১, ১৩৮২২৭, ১৩৮২১২, ১৩৮২৩৯ এবং ১৩৮২৩২।

বৃহস্পতিবার (০৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে পরীক্ষা কেন্দ্রে অসদুপায় অবলম্বন করার সময় তাদের বহিষ্কার করা হয়।

খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী মোর্শেদ ওই পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে তাদের খুঁজে বের করেন।

তিনি বাংলানিউজকে জানান, আলিমের আরবি পরীক্ষা (২য় পত্রের বিষয় কোড-২০৬) অনুষ্ঠিত হচ্ছিল। পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে দেখা যায়, নকল করছে ওই কয়েকজন পরীক্ষার্থী। এসময় তাদের হাতে-নাতে ধরে বহিষ্কার করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৭

এমআরএম/এএটি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।