ঢাকা, সোমবার, ১৮ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

শিক্ষা

বরিশালে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের দায়ে ২ যুবকের জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৭
বরিশালে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের দায়ে ২ যুবকের জরিমানা আগৈলঝাড়ার মানচিত্র

বরিশাল: বরিশালের আগৈলঝাড়ায় এইচএসসি’র পরীক্ষা কেন্দ্রে অবৈধভাবে প্রবেশ করার দায়ে দুই যুবককে জরিমানা করা হয়েছে। ‍তারা ছাত্রলীগের নেতা বলে জানা গেছে।

দণ্ডিতরা হলেন- আগৈলঝাড়ার শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজের ছাত্রলীগ নেতা রাজীব ঘটক অর্ক ও মো. শাহীন খান।

বৃহস্পতিবার (০৬ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই দুইজনের কাছ থেকে মুচলেকা আদায়ের পাশাপাশি ২শ’ টাকা করে অর্থদণ্ড দিয়ে তা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী তারিক সালমন।

গাজী তারিক সালমন বাংলানিউজকে জানান, আগৈলঝাড়া ডিগ্রি কলেজের পাশেই বিএইচপি একাডেমিতে এইচএসসি’র পরীক্ষার কেন্দ্র রয়েছে। সহকারী কমিশনার (ভূমি) শতরূপা তালুকদারকে নিয়ে কেন্দ্রে প্রবেশ করেই দেখেন দুই যুবক ভেতরে অবস্থান করছে।

এসময় আমাদের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে।

আগৈলঝাড়া থানার উপ পরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন জানান, এইচএসসি পরীক্ষা শুরুর পরপরই জোর করে মোটরসাইকেলযোগে কেন্দ্রের ভেতরে প্রবেশ করেন ওই দুই ছাত্রলীগ নেতা।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৭
এমএস/ওএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।