ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

হাবিপ্রবিতে ৯৮ ও ৯৯ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৭ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৭
হাবিপ্রবিতে ৯৮ ও ৯৯ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী

দিনাজপুর: দিনাজপুর হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ১৯৯৮-১৯৯৯ ব্যাচের শিক্ষার্থীদের দু’দিনব্যাপী পুনর্মিলনী শুরু হয়েছে। 

এ উপলক্ষে বর্ণিল সাজে সজ্জিত ও  বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস চত্বরে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানের।  

শুক্রবার (০৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম বেলুন উড়িয়ে দু’দিনব্যাপী পুনর্মিলনীর  উদ্বোধন করেন।

 

এ উপলক্ষে সকালে এক আনন্দ র্যালি বের হয়। র্যালিটি টিএসসি থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান ভবন ও সড়ক প্রদক্ষিণ করে।

র্যালিতে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ১৯৯৮-১৯৯৯ ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে পুরান ও নতুন শিক্ষার্থীদের মধ্যে স্মৃতিচারণ এবং বিকাল সাড়ে ৪টায় শিক্ষকদের সঙ্গে পুরান শিক্ষার্থীদের স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সন্ধ্যা ৭টায় অডিটোরিয়াম-১ এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

অনুষ্ঠানের দ্বিতীয় দিন শনিবার (০৮ এপ্রিল) দিনাজপুর জেলার দর্শনীয় স্থান পরিদর্শন, র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ০৫২৭ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।