ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নলছিটিতে পরীক্ষার্থীসহ ২ শিক্ষককে বহিষ্কার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
নলছিটিতে পরীক্ষার্থীসহ ২ শিক্ষককে বহিষ্কার

ঝালকাঠি: ঝালকাঠির নলছিটিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় প্রশ্নপত্র দেখে উত্তর তৈরির সময় দুই শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ওই কেন্দ্র থেকে এক পরীক্ষার্থীকেও বহিষ্কার করা হয়েছে।

উপজেলার মোল্লারহাট জেড এ ভুট্টো ডিগ্রি কলেজে সোমবার (১০ এপ্রিল) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পরীক্ষা শুরুর আগে এ ঘটনা ঘটে।

পরীক্ষা কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার বাংলানিউজকে জানান, মোল্লারহাট জেড এ ভুট্টো ডিগ্রি কলেজে এইচএসসি আইসিটি পরীক্ষা শুরু হওয়ার আগেই আইসিটি শিক্ষক বশিরুল ইসলাম ও রফিকুল ইসলাম প্রশ্নপত্র খুলে উত্তর তৈরি করছিলেন।

এ ঘটনায় তাৎক্ষণিক কেন্দ্র সচিব ও কলেজের অধ্যক্ষ মো. আইয়ুব আলী তালুকদার দুই শিক্ষককে পরীক্ষার সব দায়িত্ব থেকে বহিষ্কার করেন।

এছাড়াও ওই কেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে রায়হান সিকদার নামে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
এমএস/জিপি/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।