ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শিক্ষায় বৈষম্য দূর করেছে আ’লীগ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৭
শিক্ষায় বৈষম্য দূর করেছে আ’লীগ শিক্ষায় বৈষম্য দূর করেছে আ’লীগ

যশোর: শিক্ষায় আওয়ামী লীগ সরকার ধনী-গরিব বৈষম্য দূর করেছে বলে মত দিয়েছেন যশোর-৪ আসনের সংসদ সদস্য রনজিৎ কুমার রায়।

শনিবার (১৫ এপ্রিল) বিকেলে যশোরের বাঘারপাড়া উপজেলার হাবুল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মত দেন।

রনজিৎ রায় বলেন, ‘আগে গরীবের ছেলে-মেয়েরা শিক্ষা থেকে বঞ্চিত ছিল।

আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী বিনামূল্যে বই, উপবৃত্তি ও মেধাবৃত্তির কারণে সবাই সমান অধিকার পাচ্ছে।

হাবুল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন-  বাঘারপাড়া পৌরসভার মেয়র কামরুজ্জামান বাচ্চু, দরাজহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন বাবলু, দরাজহাট ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী প্রম‍ুখ।

একই মঞ্চে সুইচ টিপে হাবুল্যা লক্ষ্মীপুর শুভগ্রামের বিদ্যুৎ উদ্বোধন করেন তিনি।  

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৭
ইউজি/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।