বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর বিপ্লব কুমার ভট্টাচার্য জানান, ২০১৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে মেধাবৃত্তি পেয়েছে ১৮ শিক্ষার্থী এবং সাধারণ বৃত্তি পেয়েছে ৫৪৫ জন।
সাধারণ বৃত্তি পাওয়া ৫৪৫ জনের মধ্যে ২৭২ জন ছেলে এবং ২৭৩ জন মেয়ে।
অপরদিকে মেধাবৃত্তির মধ্যে বিজ্ঞান বিভাগে ৯ জন, ব্যবসায় শিক্ষায় ৫ জন ও মানবিকে ৪ জন রয়েছে।
বোর্ডসূত্রে জানা যায়, যারা মেডিকেল কলেজে অধ্যয়নরত তারা সর্বোচ্চ পাঁচ বছর ও এর বাইরে অন্যরা চার এবং শুধু ডিগ্রি পাশ কোর্সে অধ্যায়নরতরা তিন বছর ধরে বৃত্তির অর্থ পাবে।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
এমএস/আরআর/এমজেএফ