ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাতিসংঘের লক্ষ্যমাত্রা অর্জনে জীববিজ্ঞান গবেষণা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৮ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৭
জাতিসংঘের লক্ষ্যমাত্রা অর্জনে জীববিজ্ঞান গবেষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়:  জাতিসংঘের লক্ষ্যমাত্রা অর্জনে জীববিজ্ঞান গবেষণা গতিশীল করার উপর গুরুত্ব দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

উপাচার্য বলেন, জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে সমন্বয় করতে হবে অণুজীব বিজ্ঞানের বিভিন্ন ধারার মধ্যে। কৃষি, শিল্প, চিকিৎসাসহ বিভিন্ন খাত আধুনিকায়নে জীববিজ্ঞান গবেষণা করতে হবে আরও গতিশীল।

শনিবার (২৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক  সম্মেলন উদ্বোধনের সময় একথা বলেন তিনি।

‘টেকসই উন্নয়নে অণুজীব বিজ্ঞান শিক্ষা ও গবেষণা’ প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ অণুজীব বিজ্ঞানী সমিতি ৩০তম এ বার্ষিক সম্মেলনের আয়োজন করে।

অধ্যাপক আরেফিন সিদ্দিক বলেন, বিজ্ঞানশিক্ষার ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা দূর করতে সমন্বিত উদ্যোগ নিতে হবে। সব শিক্ষার মূল লক্ষ্য মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ গড়ে তোলা। নৈতিক মূল্যবোধ ছাড়া কোনো শিক্ষাই মানবকল্যাণ সাধন করতে পারে না।

এসময় তিনি অণুজীব বিজ্ঞান শিক্ষা ও গবেষণার সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে শিল্প প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে যৌথ সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলন আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মজিবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বিশেষ অতিথি এবং অ্যাক্টিভ ফাইন কেমিক্যালস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার এবিএম জামাল উদ্দিন সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এছাড়া সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মাহফুজুল হক, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আনিছুর রহমান খান ও আয়োজক কমিটির সম্পাদক অধ্যাপক হুমায়রা আখতার বক্তৃতা করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী এ সম্মেলনে অংশ নেন।
                         
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৭
এসকেবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।