শনিবার (২৯ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে ঢাকা উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা ঘোষণা করেন। ৫ দিন ব্যাপী এই উৎসবে ছিলো বিতর্ক, সংগীত, উপস্থিত বক্তৃতা, আবৃত্তি প্রতিযোগিতা, রচনা ও ফটোগ্রাফি।
যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাবি ডিবেটিং সোসাইটির মডারেটর অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিল্লাল, প্রস্তুতি কমিটির আহ্বায়ক শাখাওয়াত হোসেন।
অনুষ্ঠানে ঢাবি ডিবেটিং সোসাইটির সভাপতি রায়হান সানন সভাপতিত্ব করেন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের কাউন্সিলররা।
মেয়র বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি জমি দেয় তাহলে সিটি কর্পোরেশন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বড় অডিটোরিয়াম নির্মাণ করবে। এ সময় তিনি তাঁর দায়িত্ব গ্রহণের দুই বছরের বিভিন্ন সফলতা তুলে ধরেন।
এছাড়া আগামীর বাসযোগ্য ঢাকা গঠনে উপস্থিত সকলকে শপথবাক্য পাঠ করান মেয়র ।
বাংলাদেশ সময়: ০৬২১ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
এসকেবি/আরআই