ঢাকা, সোমবার, ১৮ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

শিক্ষা

মৌলভীবাজারে ৭০০ শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
মৌলভীবাজারে ৭০০ শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ ৭০০ শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ-ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত মৌলভীবাজারের হাকালুকি হাওর পাড়ের জনপদের ৭০০ শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

রোববার (৩০ এপ্রিল) দিনব্যাপী বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের উদ্যোগে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এসময় কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের চিলারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, শশারকান্দি ও উত্তর শশারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, নবীগঞ্জ উচ্চ বিদ্যালয় এবং জয়চণ্ডী ইউনিয়নের মিঠুপুরের রহমত মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে ১০ শ্রেণি পর্যন্ত ৭০০ শিক্ষার্থীর প্রত্যেককে দু’টি করে খাতা ও দু’টি করে কলম দেওয়া হয়।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি জিলানী শুভ, জেলা সংসদের সভাপতি প্রশান্ত দেব, কুলাউড়া উপজেলা সংসদের সভাপতি ফয়জুল হক ও মৌলভীবাজার সরকারি কলেজ সংসদের সভাপতি সুবিনয় শুভ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।