ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাকার গর্ব জিপিএ-৫, শীর্ষ বোর্ড রাজশাহী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, মে ৪, ২০১৭
ঢাকার গর্ব জিপিএ-৫, শীর্ষ বোর্ড রাজশাহী ঢাকার গর্ব জিপিএ-৫; ভিকারুননিসা নূন স্কুলের ছাত্রীদের উল্লাস, ছবি: দীপু মালাকার

ঢাকা: মাধ্যমিক (এসএসসি) পরীক্ষার ফলাফলে পাসের হারে গত কয়েক বছরের মতো এবারও শীর্ষে অবস্থান করছে রাজশাহী বোর্ড। তবে জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে যথারীতি সেরা ঢাকা বোর্ডের ছাত্র-ছাত্রীরাই।

২০১৭ সালের পরীক্ষায় ১০ বোর্ডে গড় পাসের হার ৮০ দশমিক ৩৫ শতাংশ। এর মধ্যে আট বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসিতে পাসের হার ৮১ দশমিক ২১ শতাংশ।

ঢাকা বোর্ডে এবার গড় পাস ৮৬ দশমিক ৩৯। মোট পরীক্ষার্থী ৪ লাখ ৫১ হাজার ৩৮৫ জন, অংশ নেয় ৪ লাখ ৪৯ হাজার ৭২৯ জন। পাস করেছে ৩ লাখ ৮৮ হাজার ৫৪০ জন।

রাজশাহী বোর্ডে পাসের হার ৯০ দশমিক ৭০ শতাংশ। এ বোর্ডে গত বছর পাসের হার ছিল ৯৫ দশমিক ৭০ শতাংশ। এছাড়া ৫৯ দশমিক ০৩ শতাংশ পাসের হার নিয়ে সবার নিচে অবস্থান করছে কুমিল্লা বোর্ড।

বৃহস্পতিবার (০৪ মে) সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন। এ সময় শিক্ষামন্ত্রী এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের কিছু অংশ তুলে ধরেন।

আট বোর্ডের মধ্যে এবার ঢাকায় পাসের হার ৮৬ দশমিক ৩৯, বরিশালে ৭৭ দশমিক ২৪, যশোর বোর্ডে ৮০ দশমিক ০৪, চট্টগ্রাম বোর্ডে ৮৩ দশমিক ৯৯, সিলেট বোর্ডে ৮০ দশমিক ২৬ ও দিনাজপুর বোর্ডে ৮৩ দশমিক ৯৮ শতাংশ।

আট বোর্ডের মধ্যে জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে ঢাকা বোর্ড। এ বোর্ডে ৪৯ হাজার ৪৮১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। গত বছর ঢাকা বোর্ডে জিপিএ-৫ পেয়েছিল ৪০ হাজার ৮৩৩ জন। এবার ঢাকায় জিপিএ বেশি।

এছাড়া রাজশাহী বোর্ডে ১৭ হাজার ৩৪৯, কুমিল্লা বোর্ডে চার হাজার ৪৫০, যশোর বোর্ডে ছয় হাজার ৪৬০, চট্টগ্রাম বোর্ডে আট হাজার ৩৪৪, বরিশাল বোর্ডে দুই হাজার ২৮৮, সিলেট বোর্ডে দুই হাজার ৬৬৩ ও দিনাজপুর বোর্ডে ছয় হাজার ৯২৯ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, ০৪ মে, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।