ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সুনামগঞ্জে জিপিএ-৫ পেয়েছে ২৪৬ জন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, মে ৪, ২০১৭
সুনামগঞ্জে জিপিএ-৫ পেয়েছে ২৪৬ জন সুনামগঞ্জে জিপিএ-৫ পেয়েছে ২৪৬ জন-ছবি: বাংলানিউজ

সুনামগঞ্জ: এবারের এসএসসি পরীক্ষায় সুনামগঞ্জে জিপিএ-৫ পেয়েছে ২৪৬ জন। এর মধ্যে ছেলে ১৩২ জন মেয়ে ১১৪ জন।

বৃস্পতিবার (৪ মে) সিলেট বোর্ডের উপ পরীক্ষা নিয়ন্ত্রক মো. মইনুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি জানান, জেলায় এ বছর পাশের হার ৮১ দশমিক ৩৮ শতাংশ।

ছেলে পাস করেছে ৮০ দশমিক ৭২ শতাংশ মেয়ে পাস করেছে ৮১ দশমিক ১৩ শতাংশ।

সুনামগঞ্জে পাসের দিক থেকে মেয়েরা এগিয়ে রয়েছে। এ বছর জেলায় মোট ২০ হাজার ৯৭ পরিক্ষার্থী অংশ নেয়। পাস করেছে ১৬ হাজার ৩৫৪ জন। এর মধ্যে মেয়ে পাস করেছে ৮ হাজার ৯৩৫ জন ছেলে ৭ হাজার ৪১৯ জন। অকৃতকার্য হয়েছে ৩ হাজার ৭৪৩ জন।

জেলায় এ বছর প্রথম হয়েছে সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়। এ তথ্য নিশ্চিত করেছেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক ফয়জুর রহমান।

জুবিলী উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষা অংশ নেয় ২১৭ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ২০৯ জন। জিপিএ-৫ পেয়েছে ৪০ জন। বিজ্ঞান বিভাগ থেকে ৩৮ জন, মানবিক বিভাগ থেকে ১ জন ও বাণিজ্য বিভাগ থেকে ১ জন জিপিএ-৫ পেয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, মে ০৪, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।