ঢাকা, সোমবার, ১৮ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

শিক্ষা

মির্জাপুর ক্যাডেট কলেজের সবাই জিপিএ-৫ পেয়েছে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, মে ৪, ২০১৭
মির্জাপুর ক্যাডেট কলেজের সবাই জিপিএ-৫ পেয়েছে মির্জাপুর ক্যাডেট কলেজের সবাই জিপিএ-৫ পেয়েছে-ছবি: বাংলানিউজ

টাঙ্গাইল: এবারের এসএসসি পরীক্ষায় টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজই সেরা ফলাফল অর্জন করেছে। এ বছর এই ক্যাডেট কলেজ থেকে ৪৭ জন ক্যাডেট বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়েছে।

অতীতের মতো ধারাবাহিক সাফল্য ধরে রাখায় আনন্দের জোয়ার বইছে ক্যাডেট কলেজ কর্তৃপক্ষ, শিক্ষক ও অভিভাবক মহলে।

বৃহস্পতিবার (৪ মে) দেশব্যাপী এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হয়।

ক্যাডেট কলেজের অধ্যক্ষ মো. ওহিদুর রহমান ও উপাধ্যক্ষ অলোক কুমার সাহা এ ফলাফলে সন্তোষ প্রকাশ করেছেন।

ক্যাডেট কলেজের অধ্যক্ষ মো. ওহিদুর রহমান বাংলানিউজকে জানান, মির্জাপুর ক্যাডেট কলেজ একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। পড়াশোনার পাশাপাশি এখানে ক্যাডেটদের বিভিন্ন আধুনিক ও প্রয়োজনীয় শিক্ষায় শিক্ষিত করা হয়। এসএসসি পরীক্ষায় তারা তাদের মেধার স্বাক্ষর রেখেছে। এ জন্য ক্যাডেট কলেজ কর্তৃপক্ষ তাদের কাছে কৃতজ্ঞ।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, মে ০৪, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।