ঢাকা, সোমবার, ১৮ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

শিক্ষা

এসএসসিতে যশোর বোর্ডে খুলনা শীর্ষে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, মে ৪, ২০১৭
এসএসসিতে যশোর বোর্ডে খুলনা শীর্ষে খুলনায় ফলাফল ঘোষণার পরে উচ্ছ্বাসিত ছাত্র-ছাত্রীরা/ছবি: মানজারুল ইসলাম

খুলনা: বরাবরের মতো এবারও এসএসসি পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডের মধ্যে শীর্ষ স্থানে রয়েছে খুলনা জেলা। এ জেলায় গড় পাসের হার ৮৫ দশমিক ৩৩ শতাংশ। খুলনা জেলায় মোট পাস করেছে ২১ হাজার ২৮০ জন।

দ্বিতীয় স্থানে রয়েছে সাতক্ষীরা জেলা। গড় পাসের হার ৮৩ দশমিক ৯৭ শতাংশ।

মোট পাস করেছে ১৩ হাজার ৯৩৫ জন।

যশোর শিক্ষা বোর্ড’র পরীক্ষা নিয়ন্ত্রকের দফতরের সূত্র জানায়, খুলনা জেলার ৩৯২টি প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ছিলো মোট ২৫ হাজার ১৫৭ জন। এরমধ্যে পরীক্ষায় অংশ নেয় ২৪ হাজার ৯৩৮ জন। পাস করেছে ২১ হাজার ২৮০ জন। এরমধ্যে ১০ হাজার ৬৬১ জন ছাত্র এবং ১০ হাজার ৮১৯ জন ছাত্রী।

সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, খুলনা জেলা স্কুল থেকে সর্বোচ্চ ৪৪০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৪৩৪ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৭৮ জন।

এছাড়া করোনেশন সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে ২৯৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২৮৮ জন। এ স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে ১৫১ জন।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, মে ০৪, ২০১৭
এমআরএম/ওএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।