ঢাকা, সোমবার, ১৮ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

শিক্ষা

রংপুরে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, মে ৪, ২০১৭
রংপুরে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রংপুর: রংপুরের পীরজাবাদ দরগারপাড়া এলাকা থেকে মিম বাবু নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের কিছুক্ষণ আগে বৃহস্পতিবার (০৪ মে) বেলা ১টার দিকে ওই এলাকা থেকে খালু মঞ্জুরুল ইসলামের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মিম শহরের কেরানীপাড়া জামতলা মসজিদ এলাকার মোহর বানিয়ার ছেলে।

প্রকাশিত ফলাফলে সে জিপিএ-৪ (৪ দশমিক ৫১) পেয়েছে।

মিমের চাচা সুমন ও স্থানীয়রা জানান, রংপুর বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মিম বাবু প্রায় পাঁচ বছর ধরে পীরজাবাদ দরগারপাড়া এলাকায় তার খালুর বাড়িতে থেকে পড়াশোনা করেছিলেন। এবারের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে অংশ নিয়েছিলো সে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, মে ০৪, ২০১৭
ওএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।