ঢাকা, সোমবার, ১৮ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩য় বর্ষ পরীক্ষা শুরু শনিবার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৩ ঘণ্টা, মে ৫, ২০১৭
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩য় বর্ষ পরীক্ষা শুরু শনিবার

ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ২০১৬ সালের তৃতীয় বর্ষ অনার্স পরীক্ষা শনিবার (০৬ মে) থেকে শুরু হচ্ছে।

শুধুমাত্র নিয়মিত শিক্ষার্থীদের জন্য এই পরীক্ষা সারাদেশের ৫৭১টি কলেজের ২০০টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এতে অংশ নিচ্ছেন সর্বমোট ১ লাখ ৩৭ হাজার ৮২২ জন।

পরীক্ষার্থীরা ৩০টি বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

এ পরীক্ষা ৬ মে থেকে ২৫ মে পর্যন্ত প্রতিদিন দুপুর ২টা থেকে এবং রমজান মাসে ২৯ মে থেকে পরবর্তী পরীক্ষাসমূহ প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হবে।

পরীক্ষা অনুষ্ঠানের জন্য সবরকম প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে বিশ্ববিদ্যালয় থেকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, মে ০৫, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।