তাঁর মৃত্যুতে গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম, ট্রেজারার প্রফেসর এ এম শামসুর রহমান এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. হুমায়ুন কবীর।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরের উপ-পরিচালক (জনসংযোগ) এস. এম হাফিজুর রহমানের স্বাক্ষরিত এক শোক বার্তায় তাঁরা এ শোক প্রকাশ করেন।
শনিবার (৬ মে) দিনগত রাত আড়াইটায় হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ..... রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর।
রোববার (৭ মে) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাঁর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এসময় উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম বিশ্ববিদ্যালয়ে রোববার থেকে তিনদিনের শোক ঘোষণা করেন। এছাড়া আগামী মঙ্গলবার (৯ মে) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এদিকে, বাদ আসর নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার নিজ গ্রাম আড়াগাঁওয়ে তাঁর দ্বিতীয় নামাজে জানাজা শেষে দাফন করা হয়। তাঁর স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে রয়েছে।
প্রফেসর ড. মো. হাবিবুর রহমান জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন, প্রক্টর, সিন্ডিকেট সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, মে ৭, ২০১৭
এমএএএম/জেডএম