ঢাকা, সোমবার, ১৮ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

শিক্ষা

রাবির রেজিস্ট্রারের পদত্যাগ

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৭ ঘণ্টা, মে ৮, ২০১৭
রাবির রেজিস্ট্রারের পদত্যাগ

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রেজিস্ট্রার অধ্যাপক মুহাম্মদ এন্তাজুল হক পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে সোমবার (৮ মে) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সদ্য দায়িত্বপ্রাপ্ত উপাচার্য বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক রেজিস্ট্রার দফতরের এক কর্মকর্তা জানান, বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য এসেছেন। এখন তিনি তার ইচ্ছেমতো রেজিস্ট্রার রাখতে পারেন।

তাই বর্তমান রেজিস্টার নিজের ইচ্ছায় সকালে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

এ বিষয়ে যোগাযোগ করা হলে রেজিস্ট্রার অধ্যাপক মুহাম্মদ এন্তাজুল হকের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।  

২০১৩ সালের ৭ সেপ্টেম্বর রসায়ন বিভাগের অধ্যাপক মুহাম্মদ এন্তাজুল হককে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দায়িত্ব দেন তৎকালীন উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন।

বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহানের ব্যক্তিগত সহকারী জাকির হোসেন বাংলানিউজকে বলেন, রেজিস্ট্রার স্যার দফতরে এসে পদত্যাগপত্র দিয়ে উপাচার্য স্যারের সঙ্গে কথা বলে চলে গেছেন।

রোববার (৭ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ২৩তম উপাচার্য হিসেবে নিয়োগ পান ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর এম আব্দুস সোবহান।

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, মে ০৮, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।