ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাঁধন জবি ইউনিটের ডোনার সংবর্ধনা ও নবীনবরণ

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, মে ৯, ২০১৭
বাঁধন জবি ইউনিটের ডোনার সংবর্ধনা ও নবীনবরণ বাঁধন জবি ইউনিটের ডোনার সংবর্ধনা ও নবীনবরণ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: ‘একের রক্ত অন্যের জীবন-রক্তই হোক আত্মার বাঁধন’ স্লোগানে বাঁধন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ইউনিটের ‘একাদশ ডোনার সংবর্ধনা ও নবীনবরণ’২০১৭’ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৯ মে) বিশ্ববিদ্যালয়র কেন্দ্রীয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, ‘আমরা খুবই সংগঠন প্রিয়।

তবে সংগঠনের মধ্যে সেই সংগঠনই শ্রেষ্ঠ, যারা মানবতার সেবায় নিজেদেরকে নিয়োজিত রাখে। মানুষকে সাহায্য করাও এক ধরনের ইবাদত’।

বাঁধন জবি শাখার সভাপতি মো. মিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান।

বক্তব্য দেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. দীপিকা রানী সরকার, মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. অশোক কুমার সাহা ও বাঁধন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিটের উপদেষ্টা মো. আব্দুস সালাম।

অনুষ্ঠানে ডোনারদের সংবর্ধনা ক্রেস্ট ও নবীনদের ফুল দিয়ে বরণ করা হয়। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এর আগে শহীদ মিনার প্রাঙ্গন থেকে র‌্যালি বের হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীসহ বাঁধন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিটের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, মে ০৯, ২০১৭
ডিআর/জিপি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।