ঢাকা, সোমবার, ১৮ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

শিক্ষা

দেশব্যাপী নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, মে ১৪, ২০১৭
দেশব্যাপী নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ দেশব্যাপী নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ। ছবি: বাংলানিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: দেশব্যাপী চলমান নারীর প্রতি সহিংসতার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক-শিক্ষার্থীরা।

রোববার (১৪ মে) ‘নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে বেলা সাড়ে ১১টায় সমাজবিজ্ঞান অনুষদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয় চত্বর প্রদক্ষিণ করে বিজনেস স্টাডিজ অনুষদের সামনে গিয়ে শেষ হয়। পরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জাবির অর্থনীতি বিভাগের অধ্যাপক এবং তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু
মুহাম্মদ বলেন, প্রতিটি নারী-শিশুই প্রতিনিয়ত যৌন নিপীড়নের অভিজ্ঞতা নিয়ে বড় হচ্ছে। সেই নিপীড়নের ঘটনা প্রকাশিত হলে আরও বড় ধরনের বিপর্যয়ের মুখোমুখি হতে হচ্ছে। লোক-লজ্জার ভয়ে এখন বাইরে প্রকাশ করতে চায় না। নিপীড়নের জগতে এ নীরবতা ভঙ্গ করাই বড় চ্যালেঞ্জ।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক মির্জা তাসলিমা সুলতানা, অধ্যাপক এ এস এম আনোয়ারুল্লাহ ভূঁইয়া, অধ্যাপক মোহাম্মদ
মোজাহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক আনিছা পারভীন জলী, খন্দকার হালিমা আখতারসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, মে ১৪, ২০১৭
আরআইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।