ঢাকা, সোমবার, ১৮ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

শিক্ষা

স্থায়ী নামফলক নির্মাণের দাবিতে শাবিপ্রবিতে মানববন্ধন

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩০ ঘণ্টা, মে ১৫, ২০১৭
স্থায়ী নামফলক নির্মাণের দাবিতে শাবিপ্রবিতে মানববন্ধন স্থায়ী নামফলক নির্মাণের দাবিতে শাবিপ্রবিতে মানববন্ধন

সিলেট (শাবিপ্রবি): প্রধান ফটকে স্থায়ী নামফলক নির্মাণের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (১৫ মে) দুপুর ১টায় প্রগতিশীল শিক্ষার্থীর ব্যানারে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

তারা অবিলম্বে ঝড়ের কবলে নষ্ট হয়ে যাওয়া নামফলকের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ এবং স্থায়ীভাবে নামফলক নির্মাণের দাবি জানান।

গত ২৯ এপ্রিল রাতে বেশ কয়েক দফায় কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে শাবি’র প্রধান ফটকের নামফলক খুলে যায়। অনেকদিন ধরে শিক্ষার্থীরা স্থায়ী নামফলক নির্মাণের দাবি জানালেও এ বিষয়ে কোনো উদ্যোগ গ্রহণ করেনি প্রশাসন। বিষয়টি নিয়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, মে ১৫, ২০১৭
জিপি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।