মঙ্গলবার (১৬ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহানের কাছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দেয়া স্মারকলিপিতে এ দাবি জানানো হয়।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক রুনুর নেতৃত্বে নেতাকর্মীরা উপাচার্যের দফতরে এ স্মারকলিপি জমা দেন।
স্মারকলিপিতে উল্লেখিত দাবিগুলো হলো- বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কৃত ছাত্রলীগের চার নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার, শহীদ জাতীয় চার নেতার অন্যতম এএইচএম কামারুজ্জামান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রাসেলের নামে আবাসিক হল নির্মাণ, বুদ্ধিজীবী স্মৃতিফলক সংস্কার, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার স্মৃতিফলক নির্মাণ, সব বিভাগ ও হলে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি টানানো, শিবিরের হামলায় নিহত ছাত্রলীগ কর্মী ফারুকের নামে স্মৃতিফলক নির্মাণ, যৌন নিপীড়ন নিরোধ সেল শক্তিশালী করা, শিক্ষা ও গবেষণা খাতে বরাদ্দ বাড়ানো, রাস্তা সংস্কার, চিকিৎসা কেন্দ্রে সেবার মান বাড়ানো, বৃক্ষরোপণ, ড্রেনেজ ব্যবস্থা সংস্কার, গ্রন্থাগার শীততাপ নিয়ন্ত্রিত করা, হলের ডাইনিং-ক্যান্টিনে খাবারের মান বাড়ানো, ক্যাম্পাস জুড়ে ওয়াইফাই চালু, সান্ধ্য আইন বাতিল, নিরাপত্তা নিশ্চিত করা, দশম সমাবর্তন আয়োজন ও ক্যাম্পাসে আইটি পার্ক স্থাপন।
ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বাংলানিউজকে বলেন, ‘রাকসু নির্বাচনসহ ২৪ দফা দাবিতে আমরা স্মারকলিপি দিয়েছি। শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের স্বার্থের কথা বিবেচনা করে আমরা দাবিগুলো জানিয়েছি। ’
উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান বাংলানিউজকে বলেন, ‘তাদের দাবিগুলো আমি দেখেছি। তাদের দাবি যৌক্তিক, ছাত্রদের স্বার্থ সংশ্লিষ্ট। আমরা বিচার বিশ্লেষণ করে বাস্তবায়নের জন্য যথাসাধ্য চেষ্টা করবো’
বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, মে ১৬, ২০১৭
আরবি/