ঢাকা, সোমবার, ১৮ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

শিক্ষা

বরিশাল ইউনিভার্সিটি আইটি সোসাইটির লোগো উন্মোচন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৬ ঘণ্টা, মে ১৭, ২০১৭
বরিশাল ইউনিভার্সিটি আইটি সোসাইটির লোগো উন্মোচন বরিশাল ইউনিভার্সিটি আইটি সোসাইটির লোগো উন্মোচন

বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের উদ্যোগে বরিশাল ইউনিভার্সিটি আইটি সোসাইটির লোগো উন্মোচিত হয়েছে।

বুধবার (১৭ মে) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচ তলায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম ইমামুল হক এ লোগো উন্মোচন করেন।

এ সময় উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, ‘প্রযুক্তির উৎকর্ষ সাধনের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

আর এ লক্ষ্যে তোমরা যারা তরুণ প্রজন্ম আছো তোমাদের দায়িত্ব হচ্ছে নতুন নতুন আইডিয়া উদ্ভাবনের মাধ্যমে প্রযুক্তিখাতে নিজেদের দক্ষতা ও যোগ্যতা প্রমাণ করা। একই সঙ্গে প্রযুক্তির অপব্যবহারের বিষয়েও তোমাদেরকে সতর্ক থাকতে হবে। তাহলেই প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে আমাদের দেশ এগিয়ে যাবে এ প্রত্যাশা আমার’।

তিনি বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় বিভিন্ন কারণে আলোচিত। কেননা এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হয়ে এ বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধিতে ব্রান্ড এম্বেসেডর হিসেবে কাজ করছে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের এ অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

লোগো উন্মোচন শেষে উপাচার্য কেক কেটে বরিশাল ইউনিভার্সিটি আইটি সোসাইটির ওয়েবসাইট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এ সময় বরিশাল ইউনিভার্সিটি আইটি সোসাইটির উদ্যোগে নির্মিত একটি ডকুমেন্টারিও প্রদর্শিত হয়।

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান রাহাত হোসাইন ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ে প্রক্টর, প্রভোস্ট, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকমন্ডলী, ববি শিক্ষক সমিতির সভাপতি-সাধারণ সম্পাদক, বরিশাল ইউনিভার্সিটি আইটি সোসাইটির নেতারাসহ সিএসই বিভাগের শিক্ষার্থীরা।

২০১৫ সালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের একঝাঁক তরুণ ও মেধাবী শিক্ষার্থীদের উদ্যোগে এবং সংশ্লিষ্ট বিভাগের সার্বিক সহযোগিতায় ক্ষুদ্র পরিসরে শুরু হওয়া বিইউ আইটি ক্লাব, বরিশাল ইউনিভার্সিটি আইটি সোসাইটিতে পরিণত হয়েছে।

বাংলা‌দেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, মে ১৭, ২০১৭
এমএস/জিপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।