বুধবার (১৭ মে) আহলে সুন্নাত ওয়াল জামাআত সমন্বয় কমিটির মিডিয়া সেল থেকে মুহাম্মদ ফরিদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
রোববার (১৪ মে) আহলে সুন্নাত ওয়াল জমাআত সমন্বয় কমিটির পক্ষ থেকে রিট আবেদনটি করেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য মওলানা সৈয়্যদ মুজাফফর আহমদ।
আগামী ২২ মে রিট আবেদনের ওপর শুনানি হতে পারে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
উল্লেখ্য, গত ১১ এপ্রিল রাতে সরকারি নিয়ন্ত্রণ ও শর্ত ব্যতীত কওমি সনদের স্বীকৃতির ঘোষণা দেন প্রধানমন্ত্রী।
১৩ এপ্রিল কওমি সনদ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে।
কওমি সনদের স্বীকৃতির পর থেকেই আহলে সুন্নাত এর বিরোধিতা করে আসছে।
বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, মে ১৭, ২০১৭
এমএইউ/জেডএম/