ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

১৩শ প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২০ ঘণ্টা, মে ২২, ২০১৭
১৩শ প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি ১৩শ প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে সংবাদ সম্মেলন/ছবি: শাকিল

ঢাকা: সারাদেশের ১৩শ প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি জানিয়েছে বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতি।

সোমবার (২২ মে) জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সমিতির সভাপতি মামুনুর রশিদ খোকন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালের ৯ জানুয়ারি ২৬ হাজার ১৯৩টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দেন।

পরবর্তীতে ২০১৭ সালের ২৩ মার্চ উপজেলা ও জেলায় যাচাই-বাছাই কমিটির সুপারিশে ১৩শ বিদ্যালয়কে জাতীয়করণ বঞ্চিত করে ৩০৩টি অযোগ্য বিদ্যালয়ের গেজেট প্রকাশ করে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত ২৬ হাজার ১৯৩টি প্রাথমিক বিদ্যালয়ের বাইরে ইউএনডিপি পরিচালিত ২১০টি বিদ্যালয় জাতীয়করণ করা হয়। যা যাচাই-বাছাই কমিটির সুপারিশ করা বিদ্যালয়ের তালিকায় ছিল না।

সবশেষ তৃতীয় ধাপে ৯৬০টি বিদ্যালয় তালিকাভুক্ত ছিল। যাচাই-বাছাই কমিটির তদন্ত শেষে ৫৩৩টি বিদ্যালয় জাতীয়করণ করা হলেও বাকি ৪২৭টি বিদ্যালয় বাদ দিয়ে অযোগ্য ৩১১টি বিদ্যালয় জাতীয়করণ করা হয়।

সংবাদ সম্মেলন পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন সমিতির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন। ২৫ মে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি ও একই সময়ে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবে স্বাধীনতা শিক্ষক পরিষদ।  

মানববন্ধনে সংগঠনের পক্ষ থেকে বেসরকারি শিক্ষকদের বৈশাখী ভাতা, ৫ শতাংশ প্রবৃদ্ধি, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, আইসিটি শিক্ষকসহ নন- এমপিওভুক্ত প্রতিষ্ঠানের এমপিও এবং শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবি জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, মে ২২, ২০১৭
এএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।