মঙ্গলবার (১৩ জুন) দুপুরে নগরীর বালুচর এমসি কলেজ হোস্টেলের সামনে সড়ক অবরোধ করে প্রতিবাদ জানায় তারা।
এসময় শিক্ষার্থীরা হাতে লাঠি নিয়ে রাস্তায় ইটের টুকরো ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।
শিক্ষার্থীরা জানান, কলেজ হোস্টেলের সামনে গতিরোধক (স্পিড ব্রেকার) না থাকায় বেপরোয়া গতিতে যানবাহন চলাচল করায় প্রায়ই দুর্ঘটনা ঘটে।
সোমবার (১২ জুন) রাতে দ্রুত গতির একটি প্রাইভেটকার কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র শিবলীকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। এর আগেও এখানে একাধিকবার দুর্ঘটনা ঘটেছে।
তাই শিক্ষার্থীসহ এলাকার লোকজন বহুদিন ধরে এ সড়কে গতিরোধ নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু এ দাবি কার্যকর না হওয়ায় সড়ক অবরোধ করেছেন জানান শিক্ষার্থীরা।
সিলেট মহানগরীর শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বাংলানিউজকে জানান, এমসি ছাত্রবাসের সামনে গতিরোধ নির্মাণে সংশ্লিষ্টদের তাগিদ দেবেন, এ আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, জুন ১৩, ২০১৭
এনইউ/এএটি