ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩১, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ সফর ১৪৪৬

শিক্ষা

সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৭২ শতাংশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৬ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৭২  শতাংশ

সিলেট: এবার এইচএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৭২ শতাংশ। গত বছরের তুলনায় এ বছর পাশের হার কিছুটা বেড়েছে। গত বছর পাসের হার ছিলো ৬৮.৫৯।

রোববার (২৩ জুলাই) সকালে সোয়া ১১টায় সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শামসুল ইসলাম সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।

তবে পাশের হার বাড়লেও কমেছে জিপিএ-৫।

এবছর মাত্র ৭শ’ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। অথচ গত জিপিএ-৫ পেয়েছিলো এক হাজার ৩৩০ জন শিক্ষার্থী।

সিলেট শিক্ষা বোর্ডে এবছর মোট ৬৫ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করে ৪৬ হাজার ৭শ’ ৯৭জন।

এর মধ্যে ছেলে ২১ হাজার  ৩০ ও মেয়ে ২৫ হাজার ৭৬৭ জন।

এবার সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৬৮ দশমিক ৯১ শতাংশ।    

রোববার (২৩ জুলাই) সকাল ১০টার পর গণভবনে আনুষ্ঠানিক বাবে প্রধানমন্ত্রীর হাতে ৮টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী ও সংশ্লিষ্ট বোর্ড চেয়ারম্যানরা।

বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
এনইউ/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।