ঢাকা, মঙ্গলবার, ১৯ ভাদ্র ১৪৩১, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ সফর ১৪৪৬

শিক্ষা

ববি'র চলমান আন্দোলন, ভিসিকে শিক্ষার্থীদের আল্টিমেটাম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৭
ববি'র চলমান আন্দোলন, ভিসিকে শিক্ষার্থীদের আল্টিমেটাম ববিতে চলমান আন্দোলন, ভিসিকে শিক্ষার্থীদের আল্টিমেটাম

বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের ২২ দফা দাবি নিয়ে চলমান আন্দোলনে ভাইস চ্যান্সেলরকে (ভিসি) উদ্দেশ্য করে শিক্ষার্থীদের আল্টিমেটাম দিয়েছে।

বৃহষ্পতিবার (১৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভিসি বরারবর একটি দরখাস্ত দেয় সাধারণ শিক্ষার্থীরা।

যেখানে সাধারণ শিক্ষার্থীরা আগামী ৩০ জুলাই (রোববার) দুপুর ২টা পর‌্যন্ত ভিসিকে সময় বেঁধে দিয়েছে।

এ সময়ের মধ্যে ভিসিকে স্বশরীরে বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে দাবিগুলো মেনে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় সাধারণ শিক্ষার্থীরা আরও কঠোর আন্দোলন করে ভিসিকে অপসারণে বাধ্য করা হবে বলেও দরখাস্তটিতে উল্লেখ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা ফিরোজুল ইসলাম নয়ন জানান, ২২ দফা দাবিতে ভিসিকে দেওয়া দরখাস্তে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে ১১ জনের স্বাক্ষর রয়েছে। দরখাস্তটি ববি ভিসির একান্ত সচিব (পিএস) ড. এএফ মো. বোরহান উদ্দিনের কাছে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এদিন ক্লাশ ও পরীক্ষা বর্জন করে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর‌্যন্ত পঞ্চম দিনের মতো অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে আন্দোলন শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৭
এমএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।