ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবিতে সাড়ে তিন লাখ টাকায় প্রক্সি দিয়ে আটক ২

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৭
ঢাবিতে সাড়ে তিন লাখ টাকায় প্রক্সি দিয়ে আটক ২ ঢাবিতে প্রক্সি দিয়ে আটক হওয়া দুই শিক্ষার্থী/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা বিশ্ববিদ্যালয়: সাড়ে তিন লাখ টাকার চুক্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রক্সি দিয়ে আটক হয়েছে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী।

শুক্রবার (২২সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিজনেস অনুষদের কেন্দ্র থেকে আটক করে প্রক্টরিয়াল টিম। বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চতুর্থ বর্ষের শাহাজাহান আলী ভর্তিচ্ছু তানসেন মিয়ার ছবি পরিবর্তন করে পরীক্ষায় অংশ নেন।

তানসেনের বাসা নরসিংদীর শিবপুর সদরে।

পরে জিজ্ঞাসাবাদে শাহাজাহান সাড়ে তিন লাখ টাকার চুক্তির কথা স্বীকার করেন। পরবর্তীতে তানসেনকেও আটক করে শাহবাগ থানায় সোপর্দ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) তিনজন জালিয়াত চক্রের সদস্য আটক করা হয়েছে। আজকে গোপন তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বদা সজাগ রয়েছে বলেও ‍জানান প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৭
এসকেবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।