ঢাকা, মঙ্গলবার, ১৯ ভাদ্র ১৪৩১, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ সফর ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে বিশ্ব পর্যটন দিবস উদযাপন

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৭
শাবিপ্রবিতে বিশ্ব পর্যটন দিবস উদযাপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শাবিপ্রবি: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের পর্যটন বিষয়ক সংগঠন ‘টুরিস্ট ক্লাব সাস্ট এর উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়।

এ উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে শোভা যাত্রার আয়োজন করা হয়। র‌্যালিটি কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে মিলিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ইনামুল আসিফ, চ্যারিটি উইং এর প্রধান মো. রাকিব মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান সোহানসহ অন্যান্য সদস্যরা।  

র‌্যালি শেষে কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে কেক কাটার আয়োজন করে সংগঠনটি।

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৭
এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।