ঢাকা, মঙ্গলবার, ১৯ ভাদ্র ১৪৩১, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ সফর ১৪৪৬

শিক্ষা

৭ দফা দাবিতে ঝালকাঠিতে শিক্ষকদের স্মারকলিপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৭
৭ দফা দাবিতে ঝালকাঠিতে শিক্ষকদের স্মারকলিপি জেলা প্রশাসক (ডিসি) মো. হামদুল হকের কাছে স্মারকলিপি জমা দেওয়া হচ্ছে

ঝালকাঠি: শিক্ষকদের বকেয়া টাইমস্কেল, সিলেকশন গ্রেড ও পদোন্নতিসহ ৭ দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন ঝালকাঠি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসক (ডিসি) মো. হামদুল হকের কাছে এ স্মারকলিপি জমা দেন বাংলাদেশ সরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতি জেলা শাখার নেতারা।

এ সময় সমিতির জেলা শাখার সভাপতি মারুফা বেগম ও সাধারণ সম্পাদক এএসএম মাছুম বিল্লাহের নেতৃত্বে শিক্ষকদের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে শিক্ষকদের ন্যায্য দাবিসহ জাতীয় শিক্ষানীতি-২০১০ বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন শিক্ষক নেতারা।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৭
এমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।