ঢাকা, মঙ্গলবার, ১৯ ভাদ্র ১৪৩১, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ সফর ১৪৪৬

শিক্ষা

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৭
কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত, ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘ওয়ার্কশপ অন টিম বিল্ডিং অফ বাংলা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৩ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়।

ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য হিসেবে দায়িত্বপ্রাপ্ত ট্রেজারার অধ্যাপক এএমএম শামসুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুশাররাত শবনম এবং আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. রশিদুন্ নবী।

ওয়ার্কশপ-এ সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. মাহবুব হোসেন।

ওয়ার্কশপের প্রথম পর্বে ‘ইম্পর্টেন্স অব সেল্ফ অ্যাসেসমেন্ট অ্যান্ড প্রসেস’ শীর্ষক বিষয়ভিত্তিক বক্তব্য রাখেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. মো. সাহাবউদ্দিন। দ্বিতীয় পর্বে ‘টিম বিল্ডিং অ্যান্ড কারিকুলাম’ শীর্ষক বিষয়ভিত্তিক পর্যালোচনা করেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. হাবিব-উল-মাওলা।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৭
এমএএএম/এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।