ঢাকা, মঙ্গলবার, ১৯ ভাদ্র ১৪৩১, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ সফর ১৪৪৬

শিক্ষা

ইবির নতুন ৮ বিভাগে সভাপতি নিয়োগ

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৭
ইবির নতুন ৮ বিভাগে সভাপতি নিয়োগ

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে যোগ হওয়া নতুন ৮টি বিভাগের সভাপতি নিয়োগ দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী।

মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, সদ্য চালু হওয়া আটটি বিভাগের মধ্যে মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদভূক্ত সোস্যাল ওয়েলফেয়ার বিভাগের সভাপতি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমানকে নিয়োগ দেয়া হয়েছে।

একই অনুষদভুক্ত ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে অধ্যাপক ড. নাসিম বানু, আইন অনুষদভূক্ত আইন ও ভ‍ূমি ব্যবস্থাপনা বিভাগে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, ব্যবসা অনুষদভুক্ত হিউমেন রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগে অধ্যাপক ড. কাজী আখতার হোসেন, একই অনুষদভুক্ত ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে অধ্যাপক ড. মাহবুবুল আরফিন নিয়োগ পেয়েছেন।

এছাড়াও ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভূক্ত ফার্মেসি বিভাগে অধ্যাপক ড. এম মনিরুজ্জামান, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি বিভাগে অধ্যাপক ড. এস এম মোস্তফা কামালকে নিয়োগ দেয়া হয়েছে।

২৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় প্রশাসনের আবেদনের প্রেক্ষিতে নতুন ৮টি বিভাগের অনুমোদন দেয় বিশ্ববিদ্যালয় মুঞ্জুরি কমিশন (ইউজিসি)। ফলে নতুন শিক্ষাবর্ষ থেকে আটটি বিভাগে ভর্তি কার্যক্রম শুরু হবে এবং একইসঙ্গে ৫৪০টি আসনে শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, ০৩ অক্টোবর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।