ইউনাইটেড নেশনস ইয়ুথ অ্যান্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউনিস্যাব) রাজশাহী বিভাগীয় শাখা চার দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করেছে।
দেশ ও বিদেশের প্রায় ৪০টি বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে ৩০০ শিক্ষার্থী এ সম্মেলনে অংশ নেবে।
বহস্পতিবার (০৫ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠিত হবে। সম্মেলনে অংশগ্রহণকারীরা ৮টি ভিন্ন কমিটিতে নির্দিষ্ট কর্মসূচির আলোকে আন্তর্জাতিক বিষয় ও সমস্যাগুলো নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করবে। সম্মেলন শেষে অংশগ্রহণকারীদের সনদ ও অ্যাওয়ার্ড দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ইউনিস্যাব মান-২০১৭ এর ডিরেক্টর জেনারেল মোনাঈম রহমান, আন্ডার সেক্রেটারি জেনারেল অব ব্র্যান্ডিং অ্যান্ড ডকুমেন্টেশন মৌসুমি কবির, আন্ডার সেক্রেটারি জেনারেল অব ডেলিগেট রিলেশন আ ম মোহাইমিনুর জোয়ারদার এবং আন্ডার সেক্রেটারি জেনারেল অব মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন কাজী সালেহ উদ্দীন মুহাম্মাদ শোভন।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৭
আরবি/