ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

এমবিবিএস ভর্তি পরীক্ষ‍া শুক্রবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৯ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৭
এমবিবিএস ভর্তি পরীক্ষ‍া শুক্রবার

ঢাকা: ২০১৭-১৮ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথমবর্ষে ভর্তি পরীক্ষ‍া শুক্রবার (০৬ অক্টোবর)। এদিন সকাল ১০টায় দেশের বিভিন্ন কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

এক ঘণ্টাব্যাপী পরীক্ষা শেষ হবে সকাল ১১টায়। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

এবার সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে মোট ৮২ হাজার ৮৫৬ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। ঢাকাসহ দেশের ২০টি সরকারি মেডিকেল কলেজের ৩৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।  

পরীক্ষা হবে ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রে। এ বছর প্রথমবারের মতো দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ৫ নম্বর কাটা হবে।  

সংশ্লিষ্ট সূত্র মতে, ৩৪ কেন্দ্রের মধ্যে ঢাকা মেডিকেল কলেজে নয় হাজার ৯৯৯ জন, স্যার সলিমুল্লাহ, শহীদ সোহরাওয়ার্দী ও ময়মনসিংহ মেডিকেল কলেজে সাত হাজার করে, চট্টগ্রামে ছয় হাজার ৭৬ জন, রাজশাহীতে ছয় হাজার ১৪৪, সিলেট এম এ জি ওসমানীতে দুই হাজার ৮১৮, বরিশাল শেরে এ বাংলা মেডিকেল কলেজে এক হাজার ৭৬০, রংপুরে চার হাজার ৮১১, কুমিল্লায় চার হাজার ৬৫ এবং খুলনায় সাড়ে তিন হাজার শিক্ষার্থী অংশ নিচ্ছেন এবারের পরীক্ষায়।  

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে তিন হাজার ৬৩৩, ফরিদপুরে এক হাজার ৫২৮, দিনাজপুরে এক হাজার ৩৩৭, পাবনায় এক হাজার ৪৯৯, কিশোরগঞ্জে ৮১৯, গোপালগঞ্জে ৮৬৮, গাজীপুর তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজে দুই হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেবেন।  

এছাড়ায় মুগদা মেডিকেল কলেজে পাঁচ হাজার ও ঢাকা ডেন্টাল কলেজে ছয় হাজার পরীক্ষার্থী অংশ নেবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।  

বাংলাদেশ সময়: ০৫৫৩ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৭
এমএফআই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।