ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩১, ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০০ রবিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

এমবিবিএস ভর্তি পরীক্ষা চলছে

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০২ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৭
এমবিবিএস ভর্তি পরীক্ষা চলছে এমবিবিএস ভর্তি পরীক্ষা চলছে- ছবি: দীপু মালাকার

ঢাকা: ২০১৭-১৮ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

শুক্রবার (৬ অক্টোবর) সকাল ১০টায় রাজধানীসহ সারা দেশের ২০টি কেন্দ্রে এই পরীক্ষা শুরু হয়।  

এক ঘণ্টাব্যাপী পরীক্ষা শেষ হবে সকাল ১১টায়।

সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

স্বাস্থ্য অধিদফতরের অধীনে ২০টি কেন্দ্রে অভিন্ন প্রশ্নপত্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।  

পরীক্ষা হবে ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রে। এ বছর প্রথমবারের মতো দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ৫ নম্বর কাটা হবে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ৮২ হাজার ৭শ’ ৮৮ জন শিক্ষার্থী আবেদন করেছে। দেশের সরকারি ৩১টি মেডিকেল কলেজের আসন সংখ্যা তিন হাজার ৩শ’ ১৮টি।

ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষা কেন্দ্রে মোবাইল, ক্যালকুলেটরর, ঘড়িসহ সব ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস নিষিদ্ধ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ঘণ্টা ১০০০ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৭
এসকেবি/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।