শুক্রবার (৬ অক্টোবর) সকাল ১০টায় রাজধানীসহ সারা দেশের ২০টি কেন্দ্রে এই পরীক্ষা শুরু হয়।
এক ঘণ্টাব্যাপী পরীক্ষা শেষ হবে সকাল ১১টায়।
স্বাস্থ্য অধিদফতরের অধীনে ২০টি কেন্দ্রে অভিন্ন প্রশ্নপত্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
পরীক্ষা হবে ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রে। এ বছর প্রথমবারের মতো দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ৫ নম্বর কাটা হবে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ৮২ হাজার ৭শ’ ৮৮ জন শিক্ষার্থী আবেদন করেছে। দেশের সরকারি ৩১টি মেডিকেল কলেজের আসন সংখ্যা তিন হাজার ৩শ’ ১৮টি।
ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষা কেন্দ্রে মোবাইল, ক্যালকুলেটরর, ঘড়িসহ সব ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস নিষিদ্ধ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ঘণ্টা ১০০০ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৭
এসকেবি/জিপি