ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩১, ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০০ রবিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

খুলনার বিএল কলেজে মেডিকেল সেন্টার হস্তান্তর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৫ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৭
খুলনার বিএল কলেজে মেডিকেল সেন্টার হস্তান্তর

খুলনা: খুলনার ঐতিহ্যবাহী বিএল কলেজের অ্যালামনাই অ্যাসোসিয়েশন তাদের নির্মিত মেডিকেল সেন্টারটি বিএল কলেজ কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করেছে।

শনিবার (০৭ অক্টোবর)  দুপুরে অ্যালামনাই  ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করে বিএল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি অ্যাডভোকেট মো. এনায়েত আলী নবনির্মিত মেডিকেল সেন্টারের দলিলাদি বিএল কলেজের বর্তমান অধ্যক্ষ প্রফেসর সৈয়দ সাদিক জাহিদুল ইসলামের  হাতে  তুলে  দেওয়ার  মাধ্যমে হস্তান্তর কার্যক্রম সম্পন্ন করেন।



এসময় অ্যাসোসিয়েশনের সদস্য, বিএল কলেজের শিক্ষক, স্থানীয় গণ্যমান্য  ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মেডিকেল সেন্টার হস্তান্তর অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন-অ্যাসোসিয়েশনের মহাসচিব  অধ্যাপক মোহাম্মদ জাফর ইমাম।  

অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মো. এনায়েত  আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের লক্ষ্য উদ্দেশ্য ও কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন- অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা  সভাপতি  প্রফেসর  হারুনুর  রশীদ, উপদেষ্টা মো. রেজওয়ান-উল হক, সহ সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর-উল-আলম, প্রকৌশলী  আজাদুল হক,  অ্যাডভোকেট আব্দুল্লাহ হোসেন বাচ্চু, বিএল কলেজের অধ্যক্ষ সৈয়দ সাদিক জাহিদুল ইসলাম, উপাধ্যক্ষ কেএম আলমগীরহোসেন এবং বিএল কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মো. বদিউজ্জামান।

প্রসঙ্গত বিএল কলেজ ক্যাম্পাসে অবস্থিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের  নবনির্মিত দোতলা  অ্যালামনাই  ভবনের  নীচতলায়  স্থাপিত  মেডিকেল সেন্টারটিতে ২টি চিকিৎসক চেম্বার, ছাত্র-ছাত্রীদের  জন্য  ২টি  পৃথক  কেবিন, নার্স ও আয়াদের জন্য ১টি কক্ষ, সার্বক্ষণিক চিকিৎসকের জন্য ১টিকক্ষ এবং  অপেক্ষামান রোগীদের  জন্য  ১টি  কক্ষ  রয়েছে।  বিএল  কলেজ  অ্যালামনাই  অ্যাসোসিয়েশনের অর্থায়নে নির্মিত মেডিকেল সেন্টারটি একটি ব্যতিক্রমধর্মী  ও প্রশংসনীয় উদ্যোগ যার মাধ্যমে কলেজের প্রায় ৩৫ হাজার শিক্ষার্থী, প্রায় ২শ শিক্ষক, ২শতাধিক কর্মচারীর মানসম্মত চিকিৎসা প্রাপ্তির দ্বার উম্মোচিত হলো।

বাংলাদেশ সময়:  ১৪২৯ ঘণ্টা,  অক্টোবর ০৭, ২০১৭
এমআরএম/বিএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।