ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩১, ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০০ রবিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঝালকাঠিতে প্রাথমিক বিদ্যালয়ের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৩ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৭
ঝালকাঠিতে প্রাথমিক বিদ্যালয়ের মানববন্ধন ঝালকাঠিতে মানববন্ধন করেছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা

ঝালকাঠি: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব পদমর্যাদার শিক্ষকদের পদোন্নতি ও বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন করেছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। 

বুধবার (১১ অক্টোবর) দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।  

এতে বক্তব্য রাখেন- প্রাথমিক শিক্ষক সমিতি ঝালকাঠি সদর উপজেলা শাখার সভাপতি মো. ফারুক খান, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান ইয়েন, শিক্ষক শিমুল সুলতানা হেপি, হাসান ইমাম ও মো. নুরুল হক।

 

বক্তারা অবিলম্বে সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষক পদে চলতি দায়িত্বসহ পদোন্নতি, প্রধান শিক্ষকদের সহকারী শিক্ষা কর্মকর্তা পদে পদোন্নতি, সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে এবং প্রধান শিক্ষকদের দশম গ্রেডে বেতন নির্ধারণের জোর দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৭
এমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।