শনিবার (১৪ অক্টোবর) জাতীয় জাদুঘর মিলনায়তনে কিন্ডারগার্টেন শিক্ষক সমাবেশ-২০১৭ এ প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান এ কথা বলেন।
তিনি বলেন, মানসম্মত শিক্ষার অভাবের জন্য মাঝে মাঝে মানুষ হিংস্র হয়ে উঠছে।
গণশিক্ষা মন্ত্রী বলেন, সামর্থবান অভিভাবকরা কিন্ডারগার্টেন এ শিশুদের পড়াতে চান। কারা ভালো পড়ায়, প্রাথমিক শিক্ষা না কিন্ডারগার্টেন? তবে এ ধরনের প্রতিযোগিতা দেশের শিক্ষার জন্য সুস্থ লক্ষণ। কিন্ডারগার্টেন এ যেভাবে পড়া আদায় করা যায় সেভাবে সরকারি প্রতিষ্ঠানে আমরা পড়া আদায় করতে পারি নাই। তারপরেও তারা বলেন শুধু, বেতন বাড়ান। আপনারা তো কিছু না পেয়েও শিক্ষা দিয়ে যাচ্ছেন।
কিন্ডারগার্টেন এসোসিয়েশন উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদ সমাবেশে সভাপতিত্ব করেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান বলেন, শত শত বছর ধরে ইউরোপ-আমেরিকায় কিন্ডারগার্টেন টিকে আছে।
তিনি প্রশ্ন তোলেন, ট্রেড লাইসেন্স কেমন করে কিন্ডারগার্টেন এ এলো। এটি তো ট্রেড নয়। এটি পেশা। তিনি এটা বাতিলের দাবি জানান।
কিন্ডারগার্টেন শিক্ষকদের স্বীকৃতি ও নিবন্ধন দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
কিন্ডারগার্টেন এসোসিয়েশন মহাসচিব মনোয়ারা ভুঞা কিন্ডারগার্টেন ট্রেড লাইসেন্স বাতিল করার দাবি জানান। সঙ্গে কিন্ডারগার্টেনকে নিবন্ধনের আওতায় আনা ও শিক্ষক প্রশিক্ষণ এবং বিদ্যুৎ বিল ও ভ্যাট প্রত্যাহারেরও দাবি জানান তিনি।
বাংলাদেশ সময়ঃ ১৮৫০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭
কেজেড/জেডএম