ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ভর্তিচ্ছু শিক্ষার্থী আহত

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
রাবিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ভর্তিচ্ছু শিক্ষার্থী আহত

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বষের্র ভর্তি পরীক্ষায় অংশ নিতে এসে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়েছেন হুমায়ুন আজাদ নামে এক ভর্তিচ্ছু শিক্ষার্থী। 

রোববার (২২ অক্টোবর) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে এ ঘটনা ঘটে বলে বাংলানিউজকে জানান তিনি।

আহত আজাদ সোমবারের (২৩ অক্টোবর) ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে চট্টগ্রাম থেকে এসেছিলেন।

তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

আহত আজাদ জানান, রোববার রাত ১১টার দিকে তিনিসহ মোট পাঁচজন ভর্তিচ্ছু শিক্ষার্থী শ্যামলী পরিবহনের একটি বাসে চট্টগ্রাম থেকে এসে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে নামেন। রাজশাহীতে তাদের পরিচিত এক আত্মীয়ের বাসায় থাকার উদ্দেশে তারা প্রধান ফটক থেকে হেঁটে বিনোদপুরের দিকে
যাচ্ছিলেন। একপর্যায়ে আজাদ একটু পেছনে পড়ে যান। এসময় ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে তিন যুবক এসে আজাদকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। আজাদ এসময় চিৎকার করেন। এতে আজাদের বন্ধুরা ছুটে আসতে থাকলে তারা আজাদের হাতে ও বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ছুরিকাঘাতের বিষয়টি আমার জানা ছিল না। আমি খোঁজ নিয়ে দেখছি। এ বিষয়ে পুলিশকে জানানো হবে। ’

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।