ঢাকা, বুধবার, ২০ ভাদ্র ১৪৩১, ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০০ রবিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগে পলিটেকনিকে তালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগে পলিটেকনিকে তালা উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগে পলিটেকনিকে তালা

বাগেরহাট: বাগেরহাটে খানজাহান আলী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা।

রোববার (২৯ অক্টোবর) সকাল সাড়ে এগারটায় শহরের ভিআইপি মোড়ের ভাড়া ক্যাম্পাসের প্রধান ফটকে তালা লাগিয়ে দেয় শিক্ষার্থীরা। পরে খবর পেয়ে বাগেরহাট মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তালা খুলে দেন।

লিখন রায়, প্রণব সাহা, আল মাহাদী হাসান, তানভীরসহ বেশ কয়েকজন আন্দোলনরত শিক্ষার্থী বাংলানিউজকে জানান, বাংলাদেশ সরকার পলিটেকনিকের প্রতি শিক্ষার্থীকে বছরে (দুই সেমিস্টারে) ৯ হাজার ৬শ’ টাকা করে দেয়। কিন্তু প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ৫ হাজার টাকা কেটে রেখে মাত্র ৪ হাজার ৬শ’ টাকা তাদের দেয়। এ জন্য কলেজের তৈরিকৃত একটি বিশেষ ফর্মে শিক্ষার্থীদের স্বাক্ষর রাখা হচ্ছে। যাতে লেখা আছে শিক্ষার্থীরা খুশি হয়ে কলেজ কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা দিচ্ছে। এটা খুবই অন্যায় আমরা এটা মানিনা। সরকারি বরাদ্দের পূর্ণ টাকা না দিলে আমরা আন্দোলন চালিয়ে যাব।

প্রয়োজনে জেলা প্রশাসকসহ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ন্যায্য পাওনার জন্য আবেদন করার কথা জানান শিক্ষার্থীরা।

কিছুদিন আগে প্রতারণার অভিযোগে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষের বিরুদ্ধে ইলেক্ট্রিক্যাল বিভাগের শিক্ষার্থী সাইফুল ইসলাম বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর একটি লিখিত অভিযোগ করেন। তবে অভিযোগের বিষয়ে এখনও কোনো পদক্ষেপ নেয়নি তারা।

এ ব্যাপারে খানজাহান আলী পলিটেকনিক ইনস্টিটিউটের ইনচার্জ সমরুল আলম বাংলানিউজকে বলেন, ৭৫ ভাগ হাজিরা না থাকলে ওই শিক্ষার্থীরা উপবৃত্তির টাকা পাবে না। তাই তারা কম টাকা পাচ্ছে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মাহাতাব উদ্দিন বাংলানিউজকে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, ২৯ অক্টোবর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।