ঢাকা, বুধবার, ২০ ভাদ্র ১৪৩১, ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০০ রবিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইবির টিএসসিসির নতুন পরিচালক ড. বাকি বিল্লাহ

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
ইবির টিএসসিসির নতুন পরিচালক ড. বাকি বিল্লাহ

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) নতুন পরিচালক হিসেবে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. বাকি বিল্লাহকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় রেজিস্ট্রার অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

জানা যায়, নতুন দায়িত্বপ্রাপ্ত পরিচালক ড. বাকি বিল্লাহ ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. দীপক কুমার পালের স্থলাভিষিক্ত হন।

আগামী এক বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ বাংলানিউজকে বলেন, সদ্য বিদায়ী পরিচালকের মেয়াদ শেষ হওয়ায় আগামী এক বছরের জন্য ড. বাকি বিল্লাহকে টিএসসিসির অফিস প্রধান হিসেবে নিয়োগ দেন প্রশাসন।

ড. দীপক কুমার পাল ২০১৫ সালের ২৯ অক্টোবর টিএসসিসির প্রধান হিসেবে এক বছরের জন্য দায়িত্ব পান। গত বছরের ২৯ অক্টোবর এক বছর পূর্ণ হলে আবার তাকে এ পদের প্রধান করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত ২৯ অক্টোবর তার মেয়াদ শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।