শুক্রবার (১৭ নভেম্বর) বশেমুরবিপ্রবির জনসংযোগ কর্মকর্তা মো. মাহবুবুল আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- বরিশালের উজিরপুরের আবদুল কুদ্দুসের ছেলে তানভীর, মাদারীপুরের রাজৈরের শহিদুল হকের ছেলে পলাশ মাতুব্বর, যশোরের বাঘারপাড়ার শামসুল হকের ছেলে জয় ইমামুল ও একই পাড়ার শান্ত’র ছেলে সৌরভ, ময়মনসিংহের গফরগাঁয়ের মো. শাহজাহানের ছেলে ইকবাল, ঢাকার কেরানীগঞ্জের আব্দুল মালেকের ছেলে মো. কাওসার ও কুড়িগ্রামের কাঁঠালবাড়ীর আইয়ুব আলীর ছেলে উৎস।
পরীক্ষার হলে এসব পরীক্ষার্থীদের দেহ তল্লাশি করে ইলেকট্রনিক ডিভাইস পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন তাদের ২০ দিন করে কারাদণ্ড দেন।
বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৭
আরবি/