শুক্রবার (১৭ নভেম্বর) ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির সদস্য সচিব ড. নূর মো. রহমতউল্লাহ বাংলানিউজকে এ তথ্য জানান।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে ১৯ নভেম্বর থেকে ২৫ নভেম্বরের মধ্যে।
গতবছর ভর্তি জালিয়াতির অভিযোগ ওঠায় ও ইলেক্ট্রনিক ডিভাইসসহ ৯ জন পরীক্ষার্থী আটক হওয়ায় এবার বাড়তি সতর্কতা অবলম্বন করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ বিষয়ে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সেকেন্দার আলী বাংলানিউজকে বলেন, যে কোনো প্রকার জালিয়াতি রোধে আমরা সচেষ্ট। ভ্রাম্যমাণ আদালত থাকবে। আর্চওয়ে ব্যবহার করা হবে।
এছাড়া পরীক্ষার হলে পরীক্ষার্থী বা দায়িত্বরত শিক্ষক কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৭
এএ