রোববার (১৯ নভেম্বর) সকাল ১১টায় জেলার ১০৮টি কেন্দ্রে পরীক্ষা শুরু হয়ে চলে দুপুর দেড়টা পর্যন্ত।
মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, প্রাথমিক শিক্ষা এবং ইবতেদায়িতে মোট পরীক্ষার্থী ছিলো ৪৫,১৯৪ জন।
আরো জানা যায়, মোট অনুপস্থিতির মধ্যে ৯৫২ ছাত্র ও ৬৭৭ ছাত্রী রয়েছে। প্রাথমিক সমাপনীতে অনুপস্থিতির মধ্যে ৭৬২ ছেলে ও ৫৮৬ জন মেয়ে। ইবতেদায়িতে ১৯০ জন ছাত্র ও ৯১ জন ছাত্রী অনুপস্থিত ছিল।
জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার কিশলয় চক্রবর্ত্তী বাংলানিউজকে জানান, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কয়েকটি বিদ্যালয় পরিদর্শন করে বেশ স্বতঃস্ফুর্ততা দেখা গেছে। তবে অনুপস্থিতির মধ্যে ছেলেদের সংখ্যা বেশি ছিল বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, ১৯ নভেম্বর, ২০১৭
আরএ