ঢাকা, বুধবার, ২০ ভাদ্র ১৪৩১, ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০০ রবিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

প্রাথমিক-ইবতেদায়িতে ১ম দিন অনুপস্থিত ১ লাখ ৪৫ হাজার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
প্রাথমিক-ইবতেদায়িতে ১ম দিন অনুপস্থিত ১ লাখ ৪৫ হাজার পরীক্ষার হলে প্রাথমিকের শিক্ষার্থীরা/ছবি: আবু বকর

ঢাকা: প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনীর প্রথম দিনই এক লাখ ৪৫ হাজার ৩৮৩ জন শিক্ষার্থী পরীক্ষার হলে অনুপস্থিত ছিল। এদিন কোনো শিক্ষার্থী বহিষ্কার হয়নি।

ইংরেজি পরীক্ষার মধ্য দিয়ে রোববার (১৯ নভেম্বর) পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের এই পরীক্ষা শুরু হয়।  
 
প্রাথমিক সমাপনীতে মোট পরীক্ষার্থী ২৮ লাখ ৬ হাজার ২৭৯ জন ও ইবতেদায়িতে ২ লাখ ৯৪ হাজার ৬২১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।


 
প্রাথমিক শিক্ষা অধিদফতরের উপ-পরিচালক (সংস্থাপন) এএইচএম গোলাম কিবরিয়া জানান, প্রাথমিক সমাপনীতে প্রথম দিনে এক লাখ ৬ হাজার ৪৭১ জন শিক্ষার্থী অনুপস্থিত। এরমধ্যে ছাত্র ৫৭ হাজার ৯৩৩ জন ও ছাত্রী ৪৮ হাজার ৫৩৮ জন। অনুপস্থিতির হার ৩ দশমিক ৭৯ শতাংশ।
 
আর ইবতেদায়ি সমাপনীতে ৩৮ হাজার ৯১২ জন অনুপস্থিত ছিল। এরমধ্যে ২৪ হাজার ১৫৭ জন ছাত্র ও ১৪ হাজার ৭৫৫ জন ছাত্রী। অনুপস্থিতির হার ১৩ দশমিক ২১ শতাংশ।
 
প্রাথমিকে অনুপস্থিতির মধ্যে রংপুরে ১৪ হাজার ৯৯১ জন, রাজশাহীতে নয় হাজার ৭২০ জন, খুলনায় চার হাজার ৬২ জন, ঢাকায় ৪০ হাজার ৪৪৬ জন, চট্টগ্রামে ২০ হাজার ৬৫৫ জন, বরিশালে ছয় হাজার ১৮৭ জন, সিলেটে ১০ হাজার ৩৩৫ এবং বিদেশের কেন্দ্রে ৭৫ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।
 
ইবতেদায়িতে রংপুরে পাঁচ হাজার ৩৩৪ জন, রাজশাহীতে চার হাজার ৫০৯ জন, খুলনায় তিন হাজার ৬৭৫ জন, ঢাকায় নয় হাজার ৮৮২ জন, চট্টগ্রামে নয় হাজার ৩৫৬ জন, বরিশালে চার হাজার ১৯৮ জন ও সিলেটে এক হাজার ৯৫৮ জন শিক্ষার্থী পরীক্ষার হলে হাজির হয়নি।
 
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।