ঢাকা, বুধবার, ২০ ভাদ্র ১৪৩১, ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০০ রবিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বেরোবির মাঠে আগুন, পুড়লো ছোট গাছ-ঘাস

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
বেরোবির মাঠে আগুন, পুড়লো ছোট গাছ-ঘাস বেরোবির মাঠে লাগা আগুন নেভাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা/ছবি: বাংলানিউজ

বেরোবি (রংপুর): বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) মাঠের ঘাসে আগুন লেগে পুড়ে গেছে বেশকিছু অংশের ঘাস ও মাঠে লাগানো কিছু ছোট গাছের চারা।

মঙ্গলবার (২২ নভেম্বর) বিকাল পৌনে চারটার দিকে কেন্দ্রীয় মসজিদের দক্ষিণ কোণের মাঠে হঠাৎ আগুনের ফুলকি দেখা যায়। তবে কীভাবে আগুনের সূত্রপাত তা প্রাথমিকভাবে জানা যায়নি।


 
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল পৌনে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের দক্ষিণ দিকের মাঠে হঠাৎ আগুনের ফুলকি দেখা যায়। কিছুক্ষণ পরই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। তৎক্ষণাৎ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (চলতি দায়িত্ব) ড. আবু কালাম ফরিদ উল ইসলাম বাংলানিউজকে বলেন, অনাকাঙ্ক্ষিতভাবে এ ঘটনা ঘটেছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। পরবর্তীতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সে জন্য সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।