শনিবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় মহানগরীর শিববাড়ির মোড়ে বেলুন উড়িয়ে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন করেন।
এরপর বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ায় শিববাড়ি মোড় থেকে উপাচার্যের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে শেখপাড়া মোড়ে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা শেষে উপাচার্য এক সংক্ষিপ্ত বক্তব্যে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ায় আনন্দ শোভাযাত্রা ও বিশ্ববিদ্যালয় দিবসের শোভাযাত্রায় অংশ নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক ধন্যবাদ জানান।
শোভাযাত্রায় ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, বিভিন্ন বিভাগের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধান, ছাত্রবিষয়ক পরিচালক, প্রভোস্টসহ বিভাগীয় প্রধান এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
এছাড়া বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বাদ যোহর বিশ্ববিদ্যালয় জামে মসজিদে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া অন্যান্য কর্মসূচির মধ্যে ছিলো বিশ্ববিদ্যালয় মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান, শহীদ মিনার চত্বর, অদম্য বাংলা ও কটকা স্মৃতিসৌধে প্রদীপ প্রজ্জ্বলন ও ক্যাম্পাসে আলোকসজ্জা।
বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
এমআরএম/ওএইচ/