ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কুষ্টিয়া পলিটেকনিক ছাত্রাবাস খোলার দাবি শিক্ষার্থীদের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
কুষ্টিয়া পলিটেকনিক ছাত্রাবাস খোলার দাবি শিক্ষার্থীদের মানববন্ধন ও সমাবেশ শেষে শিক্ষার্থীরা টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানায়। ছবি: বাংলানিউজ

কুষ্টিয়া: কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের দু‘টি ছাত্রাবাস খুলে দেয়ার দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

রোববার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ইনস্টিটিউটের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন শেষে সমাবেশে বক্তারা দীর্ঘদিন ধরে বন্ধ হোস্টেল খুলে দেয়ার দাবি জানিয়ে বিক্ষোভ করে।

২০১৬ সালের ২৯ সেপ্টেম্বর ইনস্টিটিউটের লালনশাহ ও মীর মশাররফ হোসেন ছাত্রবাসে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের জেরে কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। মানববন্ধন ও সমাবেশ শেষে শিক্ষার্থীরা টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানায়।

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।