ঢাকা, বুধবার, ২০ ভাদ্র ১৪৩১, ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০০ রবিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ববির প্রশ্নপত্র ফাঁস চেষ্টায় গ্রেফতার ৬ জন কারাগারে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
ববির প্রশ্নপত্র ফাঁস চেষ্টায় গ্রেফতার ৬ জন কারাগারে

বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) প্রথম বর্ষ ভর্তিপরীক্ষার প্রশ্ন ও উত্তরপত্র ফাঁস চেষ্টার ঘটনায় গ্রেফতার ছয়জনকে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (২৬ নভেম্বর) গ্রেফতারদের বরিশালের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক অমিত কুমার দে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে ডিবি পুলিশের এসআই আশীষ পাল গ্রেফতারদের বিরুদ্ধে পাবলিক পরীক্ষা আইনের ধারায় একটি মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ডিবি) মো. নাসির উদ্দিন মল্লিক বাংলানিউকে জানান, গ্রেফতার ছয়জনকে আদালতে সোপর্দের পাশাপাশি ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। তাদের সঙ্গে আরও কেউ জড়িত কিনা জানা যায়নি। তবে কিছু বিষয় জানিয়েছে যা তদন্তের স্বার্থে বলা যাচ্ছে না।

বাংলা‌দেশ সময়: ১৭৩০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
এমএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।